মঙ্গলবার, ১৩ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১০:৪৪

বখাটেদের খপ্পর থেকে যুব বয়সী ছেলে-মেয়েকে উদ্ধার করলেন বিএনপি নেতা-কর্মীরা

বখাটেদের খপ্পর থেকে যুব বয়সী ছেলে-মেয়েকে উদ্ধার করলেন বিএনপি নেতা-কর্মীরা
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঠখোলায় বখাটেদের খপ্পর থেকে যুব বয়সী ছেলে ও মেয়েকে উদ্ধার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুধু তাই নয়, বখাটেদের হামলায় আহত যুবককে মানবিক বিবেচনায় চিকিৎসাও করাচ্ছেন উদ্ধারকারীরা।

সোমবার (১২ মে ২০২৫) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আহত যুবকটির চিকিৎসার খোঁজ খবর নেয়ার কালে এসব তথ্য জানিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্রে খুলনার রূপসা উপজেলার পুটিমারা গ্রামের হযরত আলী এবং চাঁদপুর শহরের পুরাণবাজারের রঘুনাথপুরের আছমা আক্তারের প্রেমের সম্পর্ক হয়। এরপর দুজনে চাঁদপুর শহরের মঠখোলায় মেয়ের এক পরিচিতের বাসায় আশ্রয় নিয়ে বিয়ে করেন। আর এতেই একদল উশৃঙ্খল বখাটে এলাকায় ওই আশ্রিতার বাসায় ঢুকে ছেলে ও মেয়েকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয়। গেলো শনিবার (১০ মে ২০২৫) এই জিম্মিদশার ঘটনা ঘটলেও বিষয়টি সোমবার (১২ মে) জানাজানি হয়। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ চিরুণী তল্লাশি চালিয়ে ওই যুব বয়সী মেয়ে ও ছেলেকে উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ওমর ফারুক খান তুহিন বলেন, মাদক ব্যবসায়ী ও বখাটেরা এলাকার সমাজ নষ্ট করতে করতে অন্যের বাসায় ঢুকে ২ অসহায় নারী-পুরুষকে জিম্মি করে টাকা পয়সাসহ জরুরি কাগজপত্র লুট করে। আমরা খবর পেয়ে জিম্মি ওই নারী-পুরুষকে উদ্ধার করতে সক্ষম হই। নারীটির কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণের চেইন ও আংটিও উদ্ধার করে দিয়েছি। তবে এর আগেই বখাটেরা যুবকটিকে বেধড়ক মারধর করে আহত করে পালিয়ে যায়। কিন্তু ওই নারীটির সাথে কোনো অনৈতিক কাজ করতে পারেনি। আমরা এই ঘটনায় জড়িত সকল অপকর্মকারীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, এলাকায় মেহমান হিসেবে যে কেউ যে কারো বাড়িতে আসবে যাবে। কিন্তু কতিপয় বখাটে ও মাদক ব্যবসায়ী লোকজনকে জিম্মি করে যা শুরু করেছে এর একটা বিহিত হওয়া দরকার রয়েছে। আমরা মঠখোলাবাসী শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী। যারা সমাজের বদনাম করে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা না হলে আমরা জনস্বার্থে কঠোর আন্দোলনে যাবো। এ সময় স্থানীয় বিএনপি সমর্থক আব্দুর রহমান খান, কামাল খান, আরিফ খান, কামাল গাজী, শাহিন পাটোয়ারী, মোস্তফা গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী নারী আছমা আক্তার বলেন, আমার নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমরা বিবাহ করেছি। কোনো অনৈতিক কাজ তো করিনি। তাহলে আমাদের সাথে কেনো এমন ঘটনা করা হলো, প্রশাসনের কাছে এর বিচার চাই।

ভুক্তভোগী হযরত আলী বলেন, আমি একজন কাতার প্রবাসী। আমার গলার চেইন, কাতারের ১২শ’ রিয়েল, কাতারের আইডি কার্ড, দেশী আইডি কার্ড, আকামাসহ নগদ অর্থ ওরা ছিনিয়ে নিয়ে গেছে। আমাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে। আমি আমার মালামাল ফেরতসহ অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

ঘটনাস্থলে আসা চাঁদপুর সদর মডেল থানার এএসআই সেলিম মিয়া জানান, দুপুরে খবর পেলাম যুবক-যুবতী কিডন্যাপ ও মারধরের ঘটনা। পরে সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে মঠখোলার খলিলের বাসা হতে নারীটিকে উদ্ধার করি। তাছাড়া পুরুষটিকে পরবর্তীতে উদ্ধার করে নেতা-কর্মীরা চিকিৎসা করাচ্ছেন। আমি ঊর্ধ্বতনের সাথে আলোচনা করে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেবো।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আমরা ঘটনায় জড়িত বেশ কয়েকজন নারী- পুরুষের নাম পাচ্ছি। শুনেছি এর আগেও মঠখোলায় এ ধরনের জিম্মির ঘটনা ঘটেছে। এদের মধ্যেই কেউ কেউ সে ঘটানাতে জড়িত। যদিও কেউ থানায় এসে আগে/পরে কখনোই পুলিশকে জানায়নি বা লিখিত অভিযোগ দেয়নি। তাই এবার উদ্ধার হওয়া নারী-পুরুষকে তাদের পরিবার এবং তাদের বিবাহের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। এরপর ওদের থেকে লিখিত অভিযোগ নিয়ে আমরা মঠখোলায় ওসব অপরাধীর বিরুদ্ধে অভিযান চালাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়