প্রকাশ : ০২ মে ২০২৫, ১২:৫৮
মে দিবসের আলোচনায় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
শ্রমিকদের কথা শুনে তাদের জন্যে কিছু করতে চাই

চাঁদপুর জেলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
|আরো খবর
সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন করছে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল দশটায় চাঁদপুর শহরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর আয়োজিত র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতসহ সরকারি অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নেন। র্যালিশেষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, যতো ধরনের সভ্যতা রয়েছে, তার মূল কারিগর হলো শ্রমিক। চাঁদপুর জেলায় অনেক শ্রমিক সংগঠন রয়েছে। আপনারা যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তারা কি কখনো নিজের সংগঠনের শ্রমিকদের সুযোগ সুবিধা বা স্বাস্থ্যগত ব্যাপার এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্যে কাজ করেছেন? আপনারা অনেকেই শ্রমিকদের অধিকার আদায় করতেও ব্যর্থ হচ্ছেন। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের দাবি আদায়ে কাজ করতে হবে। এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেয়া প্রয়োজন।
জেলা প্রশাসক আরো বলেন, আজকে শ্রমিক দিবসের পাশাপাশি স্বাস্থ্য ও সেইফটি দিবস। কাজ করতে গেলে যে দুর্ঘটনার কবলে পড়বেন না তার কোনো নিশ্চয়তা নেই। নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিজেদের সুরক্ষার জন্যে হলেও প্রতিটা শ্রমিকের জীবন বীমা করা উচিত। নিজেদের অধিকার আদায় করতে হবে। শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান থাকবে আমার সাথে আলোচনায় বসার। শ্রমিকদের সুযোগ সুবিধার কথা আমি শুনতে চাই এবং তাদের জন্যে কিছু করতে চাই।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবালের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার আমির অ্যাড. মো. শাহজাহান খান, জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. মেহেদী হাসান, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা সভাপতি নজরুল ইসলাম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি শাহআলম, জেলা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, পুরাণবাজার গদিঘর লেবার ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদ,
জেলা রিকশা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।সভায় অন্যান্য বক্তা বলেন, মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য। তবে শ্রেণি-বৈষম্য এখনো পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ, নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে।