প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২৩:০৪
ঈশানবালা বাজারে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
কল্যাণের রাজনীতি পরিহার করে ভোগের রাজনীতিতে আসার সুযোগ নেই
------- শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

|আরো খবর
- কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র একটি প্রযুক্তি নয়, বরং জাতি গঠনের অন্যতম হাতিয়ার : সরকারের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি
- মতলব উত্তরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত
- বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য : জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজারে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ ২০২৫) বিকেলে ঈশানবালা বাজার মসজিদ মাঠে গণইফতারের এই আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং নীলকমল ইউনিয়ন শাখা।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো দলীয় সরকার ক্ষমতাই নেই, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, যা দীর্ঘমেয়াদী নয়। সংস্কার ও অপরাধীদের বিচার সম্পন্ন হওয়ার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এটাই আমাদের চাহিদা। তার পূর্বে কোনো দল এ কথা ভাবার সুযোগ নেই যে, তারাই ক্ষমতায় আসবে এবং রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে তারাই ভোগ করবে । রাষ্ট্রের সুযোগ-সুবিধা একপক্ষীয়ভাবে গ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ২৪-এর গণঅভ্যুত্থানে যাদের অবদান রয়েছে তাঁরা সবাই সমানভাবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করবে। এদেশের মানুষ বারবার ক্ষমতার পটপরিবর্তন করেছে, কারা রাষ্ট্রের জন্যে নিরাপদ, মানুষ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তা প্রমাণ করবে। তিনি আরো বলেন, এখন আমাদের মূল কাজ হলো জনগণের সুবিধা ও অসুবিধায় তাদের পাশে থাকা। যেখানে অন্নহীন, বস্ত্রহীন এবং ঈদ করার মতো যাদের ব্যবস্থা নেই তাদের পাশে দাঁড়াতে হবে এবং চিকিৎসাহীন ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা করতে হবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সুখে-দুঃখে পাশে থাকাই হলো আমাদের সবচাইতে বড়ো কাজ। আমাদের রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্যে ।
অতএব কল্যাণের রাজনীতি পরিহার করে ভোগের রাজনীতিতে আসার কোনো সুযোগ নেই। তাই এখন থেকেই প্রত্যেক বাড়িতে গিয়ে জনগণের খোঁজ খবর নিতে হবে এবং সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ.এম নিজাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ছফিউল্লাহ্, সেক্রেটারী ফখরুল ইসলাম শিমুল, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির শিকদার, ঈশানবালা হাইস্কুলের প্রধান শিক্ষক এএমএ মান্নাত, ঈশানবালা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কামাল উদ্দিন জাফরী। ৪নং নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজার ৪নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি আখতার হোসেন ও ইউনিয়ন যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়।