রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ২২:২৬

ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান

ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে ২৫ মার্চ হতে দায়িত্ব পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে '২১ বীর'-এর প্রায় শতাধিক সেনা সদস্য দায়িত্বরত রয়েছেন।

পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ি চালানো, অধিক গতিতে গাড়ি চালানো, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ি চালানো হতে বিরত থাকার অনুরোধ করেছে। এছাড়াও মহাসড়কের দুপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয় সে বিষয়ে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত সকল বাজার মালিক সমিতিকে বিশেষ অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, ঘরমুখী মানুষের ঈদযাত্রায় বিঘ্ন ঘটে এমন কোনো কারণ প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। 'সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে' এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগণের পাশে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধপরিকর।

চাঁদপুরে ঈদযাত্রায় যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর তৎপরতা দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়