শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৭:১২

নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া

নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া
কচুয়া প্রতিনিধি

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৬৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সহকারী প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. জমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রখ্যাত আলেম মাও. মো. আবুল খায়ের ও সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার ও ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হেদায়েত উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে । পরীক্ষার হলে কোনো প্রকার অনৈতিক সুবিধার সুযোগ নেই। তোমাদের সাফল্য বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাও. মো. আবুল খায়ের, মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম খলিল, মো. মজিবুর রহমান, মো. হেলাল আল মামুন, মো. সালাহউদ্দিন, অভিভাবক সদস্য কাজী মো. লোকমান হোসেন, নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসার মাও. ওসমান গনি ফারুকী, আব্দুর রশিদ মেম্বার, শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মো. নবী উল্লাহ, জাকির হোসেন পাটোয়ারী ও ইব্রাহিম প্রধান।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। মিলাদ ও দোয়া শেষে শিক্ষার্থীদের সফলতার জন্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়