রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২১:১৬

পথশিশু অধিকার চাঁদপুর-এর ঈদ পোশাক বিতরণ

পথশিশু অধিকার চাঁদপুর-এর ঈদ পোশাক বিতরণ
অনলাইন ডেস্ক

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’-এর উদ্যোগে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অসহায় শিশু ও নারী-পুরুষের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ ২০২৫) বিকেল ৩টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি ইতি চৌধুরী, সহ-সভাপতি গাজী রিয়াজ, শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, প্রচার সম্পাদক ফারিস আল হাসান, সদস্য জাহিদ খান ও হাসান মিয়াজী।

সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান বলেন, ঈদ পোশাক এখানে আনুষ্ঠানিকভাবে দিলেও আমরা শহরে ঘুরে ঘুরে অসহায় শিশু ও তাদের পরিবারের মাঝে এই ঈদ পোশাক পৌঁছে দিয়েছি। সব মিলিয়ে শতাধিক ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।

সভাপতি মেহেদী হাসান বলেন, চাঁদপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা করোনা মহামারীর সময়ে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর থেকে বিগত ৫ বছর পথশিশুদের উন্নতমানের খাবার, ঈদের পোশাক ও ঈদ সামগ্রী প্রদান করে আসছে। তবে এখন শিশুদের পাশাপাশি অসহায় নারী-পুরুষের মাঝেও খাবার ও পোশাক বিতরণ করা হচ্ছে। আমাদের নিজস্ব অর্থায়নে এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়