রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২০:৩৯

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আলমগীর কবির

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ ২০২৫) সকালে বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে হাবিবার অন্যত্র বদলির কারণে তাঁকে বিদায় ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. জাকির হোসেনের সভাপ্রধানে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আকবার হোসেন শাহিন ও মো. আব্দুল কাইউমের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান, শাহ্তলী জিলানী চিশতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, শাহ্তলী জিলানী চিশতিী কলেজের মো. হানিফ মিয়া, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য মো. আ. জলিল ও বিদায়ী শিক্ষিকা উম্মে হাবিব।

মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়