মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২৩:৪৬

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমাদান উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) বিকেল সাড়ে পাঁচটায় প্রেসক্লাব মিলনায়তনে আমান সিমেন্টের পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় ২টি গ্রুপে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করে ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমসহ অতিথিবৃন্দ। তাঁরা বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশারসহ আলেম-ওলামাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সবাই প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা ওয়ালীউল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়