সোমবার, ১২ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২২:২০

শীতার্ত মানু‌ষের মা‌ঝে যুবদল সে‌ক্রেটারী আকা‌শের কম্বল বিতরণ

শীতার্ত মানু‌ষের মা‌ঝে যুবদল সে‌ক্রেটারী আকা‌শের কম্বল বিতরণ
অসহায়দের মাঝে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।
অনলাইন ডেস্ক

ক‌য়েকশ' শীতার্ত মানু‌ষের মা‌ঝে কম্বল বিতরণ ক‌রে‌ছেন জেলা যুবদ‌লের সে‌ক্রেটারী, ক্লিন চাঁদপু‌রের প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান ও জেলা ক্রীড়া সংস্থার এডহক ক‌মি‌টির সদস‌্য অ‌্যাড‌ভোকেট নুরুল আ‌মিন খান আকা‌শ।

শুক্রবার (১০ জানুয়া‌রি ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর সরকা‌রি ক‌লেজ প্রাঙ্গ‌ণে চাঁদপুর পৌরসভার বি‌ভিন্ন ওয়া‌র্ডের ক‌য়েকশত শীতার্ত মানু‌ষের মা‌ঝে এই কম্বল বিতরণ ক‌রা হয়। এ সময় নুরুল আ‌মিন খান আকা‌শের একমাত্র কন‌্যা মাগ‌ফিসহ বিভিন্ন সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

পৌ‌ষের তীব্র শী‌তের সময় কম্বল পে‌য়ে অসহায় মানুষগু‌লো বেশ খু‌শি হয়। অসহায়দের পা‌শে এ‌গি‌য়ে আসার জন‌্যে সক‌লে নুরুল আ‌মিন খান আকা‌শের জন‌্যে আল্লাহর নিকট দোয়া ক‌রেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়