প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৫১
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ শাখার অভিষেক ও শপথ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। প্রধান বক্তা হিসেবে নির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সমিতির বিভাগীয় সমন্বয়ক ও জেলা সভাপতি মো. মোস্তফা কামাল, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নিজাম উদ্দিন মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সমিতির শাহরাস্তি উপজেলার সাবেক সভাপতি আবদুর রহিম দেওয়ান প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপ্রধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি মো. তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।
বক্তব্য শেষে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা নির্বাচন কমিশনার মো. মোস্তফা কামাল। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। এরপর দেশ ও জাতির সমৃদ্ধি এবং সমিতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন কালচোঁ দক্ষিণ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা শিক্ষক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা তাদের বক্তব্য বিভিন্ন দাবি উপস্থাপন করেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম তাদের দাবির বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং পরে তাঁর বক্তব্যে উল্লেখিত বিষয়গুলো সমাধানের ব্যাপারে সকল শিক্ষককে আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।