প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১৭
পশ্চিম সকদীতে গরু চুরি

গত বুধবার রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পশ্চিম সকদী গ্রামের নাঈম ডাক্তারের মেয়ে তাসলিমা আক্তার স্বপ্নার গরুর ফার্ম থেকে ৭টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
|আরো খবর
জানা যায়, তাসলিমা আক্তার প্রতিদিনের ন্যায় গরুগুলো ফার্মে রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার গরুগুলো নেই। চোরেরা তার গরুগুলো নিয়ে যায়। এতে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তাসলিমা আক্তার তামান্না নিজের উদেোগো স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে এবং বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে হাস, মুরগী ও গরুর খামার করে। আর তার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছার আগেই চোরেরা তার স্বপ্ন ভেঙে দিয়েছে। এনিয়ে তাসলিমা ও তার পরিবার হতাশায় ভুগছেন।