বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১৭:৩২

নতুনবাজার-পুরাণবাজার ব্রিজে গর্ত দুর্ঘটনার আশঙ্কা

অনলাইন ডেস্ক
নতুনবাজার-পুরাণবাজার ব্রিজে গর্ত দুর্ঘটনার আশঙ্কা

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত নতুনবাজার - পুরাণবাজার ব্রিজের দুইপাশের এ্যাপ্রোচ রাস্তার

ঢালাই ভেঙে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন। যে কোনো সময় ব্রিজ রাস্তায় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সরেজমিন ঘুরে দেখা যায়, ব্রিজের পুরাণবাজার অংশের রাস্তা জুড়েই গর্ত আর গর্ত। এতে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি চাঁদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ভারিবর্ষণের কারণে ব্রিজে ওঠা নামার রাস্তাটিতে গর্তে পরিপূর্ণ। রাস্তার গাইড ওয়ালের কয়েক জায়গা ধসেও গেছে। ব্রিজটির এমন দশায় যাত্রীসহ যানবাহন চলাচল খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সু দৃষ্টি কামনা করেছেন শহরের ভুক্তভোগী গাড়ির চালকগণ এবং পর্যবেক্ষক মহল।

ছবি ও প্রতিবেদন মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়