শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

করোনামুক্ত করতে টিকা নেওয়ার আহবান জানিয়েছেন ইউএনও গাজী শরিফুল হাসান

মাহবুব আলম লাভলু
করোনামুক্ত করতে টিকা নেওয়ার আহবান জানিয়েছেন ইউএনও গাজী শরিফুল হাসান

দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নেওয়ার আহবান জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। তিনি সোমবার দৈনিক চাঁদপুর কন্ঠের সাথে আলাপকালে এ আহবান জানান।

এ সময় করোনার টিকা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। তিনি বলেন, এখনও অনেক দেশ টিকা পায়নি কিন্তু বাংলাদেশ পেয়েছে। এটি অবশ্যই বাংলাদেশ সরকারের কৃতিত্ব।

তিনি জানান, মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) থেকে এ উপজেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ৭-১২ সেপ্টেম্বর পর্যন্ত করোনাভাইরাস(কোভিড-১৯) ইউনিয়ন ও ওয়ার্ডের নির্দিষ্ট টিকা কেন্দ্রে ভ্যাকসিনেশনে ২য় ডোজের ক্যাম্পেইন শুরু হবে। এ কেন্দ্র গুলোতে যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তারাই ২য় ডোজ পাবে। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের ২য় ডোজ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

তিনি বলেন,ভ্যাকসিন দিলেই মনে করবেন না যে আপনি নিরাপদ। তাই সবাইকে মাস্ক পরতে হবে, মাস্কই হচ্ছে প্রথম ভ্যাকসিন।’ যতদিন পর্যন্ত এটি পৃথিবী থেকে নির্মূল না হয়ে যায়, ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান আহবান, ‘ভ্যাকসিন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনারা সবাই ভ্যাকসিনেটেড হন। নিজে বাঁচুন, দেশকে বাঁচান, সারা পৃথিবীকে করোনামুক্ত করুন।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়