মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৬:০৮

নারায়ণপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম

অনলাইন ডেস্ক
নারায়ণপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মতলব দক্ষিণের পক্ষ থেকে নারায়নপুর বাজারের দ্রব্যমূল্য সচেতনতা এবং বিভিন্ন সরকারি ব্যাংকগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট রোববার নারায়ণপুরে কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্রদের পক্ষ থেকে ব্যাংক কর্মকর্তাদের জানান কখনো কোন সাধারণ মানুষকে হয়রানি না করে।

তাছাড়াও ছাত্র সমাজের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র রাজনীতি চিরকালের জন্য বন্ধ করা হয়।

ছাত্র আন্দোলনের ছাত্ররা জানান, সকল ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও অধ্যক্ষ আমাদের আশ্বাস দিয়েছে সকল ধরনের সিন্ডিকেট ও অপরাজনীতিকে তারা প্রশ্রয় দিবে না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন-শরিফ প্রধান , কাজী আলাউদ্দিন, ফরহাদ আহমেদ, সাকিব শেখ, মিনাজুল ইসলাম , জিহাদ রহমান, আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়