প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০
চাঁদপুরে ৩৮ জনের করোনা শনাক্ত

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর জেলায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ৫২ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার ২২০ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৭.২৭ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৩৮ জনসহ জেলা এ পর্যন্ত করোনা শনাক্ত হলো ১৪৫১৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৮২৯ জন। মারা গেছেন ২৩০ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৫৯ জন।
|আরো খবর
বৃহস্পতিবার শনাক্ত হওয়া ৩৮ জন হচ্ছে : চাঁদপুর সদর ১৫, হাইমচর ৬, ফরিদগঞ্জ ২, শাহরাস্তি ৬, কচুয়া ৬, মতলব দক্ষিণ ১ ও হাজীগঞ্জ উপজেলায় ২ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।