বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৯:৪৩

মার্সেল ফ্রিজ টিভি ও এসি কিনলেই পাচ্ছেন দশ লক্ষ টাকার পুরস্কার

মোঃ সাজ্জাদ হোসেন রনি
মার্সেল ফ্রিজ টিভি ও এসি কিনলেই পাচ্ছেন দশ লক্ষ টাকার পুরস্কার

হাইমচর উপজেলায় মার্সেলের যে কোনো পণ্য ক্রয় করলেই গ্রাহক পাচ্ছেন ছোট-বড়ো ১০ লক্ষ টাকার পর্যন্ত পুরস্কার। মার্সেলের সকল পণ্যেই রয়েছে বিভিন্ন প্রকার পুরস্কার। এই ঘোষণাটি সম্পর্কে জানিয়েছেন আলগী বাজার মার্সেল শোরুমে স্বত্বাধিকারী আনোয়ার হোসেন রাসেল।

বুধবার (২৯ মে) মার্সেলের ঈদ উপহার সম্পর্কে ক্রেতাদের জানাতে আলগী বাজারে শোরুমের পক্ষ থেকে একটি র‌্যালি করা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলছে ঈদ উপহার। মার্সেলের সকল প্রকার পণ্য ক্রয় করলেই গ্রাহক পাচ্ছেন ধামাকা অফারে পুরস্কার। দশ লক্ষ টাকা ধামাকা অফার দিয়েছেন মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এসি ও টিভির ক্রয় করার মাধ্যমে। এছাড়া মার্সেলের সকল প্রকার পণ্য ক্রয় করলেই ক্রেতা পাচ্ছেন ছোট-বড়ো অসংখ্য পুরস্কার।

এই আনন্দে ক্রেতাদের অবগত করার লক্ষে মার্সেল শোরুম আলগী বাজারের উদ্যোগে আনন্দ র‌্যালি আয়োজন করে। উক্ত র‌্যালিতে মার্সেল শোরুমের শুভাকাক্সক্ষী, কর্মচারী ও রিজওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম) ফয়েজ আহাম্মেদ ও আলগী বাজার মার্সেল শোরুমে স্বত্বাধিকারী আনোয়ার হোসেন রাসেল অনেকে।

মার্সেল এক্সক্লুসিভ ডিলার শোরুম, ঘরের বাজারের বিপরীত পার্শ্বে ব্র্যাক ব্যাংক ও অগ্রণী ব্যাংক রোড, আলগী বাজার, হাইমচর চাঁদপুর। শোরুমে যোগাযোগ ০১৯৩৮২৭৭৯৫০।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়