বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৯

কচুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি, উন্নয়ন মেলা ও আলোচনা সভা

কচুয়ায়  জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি, উন্নয়ন মেলা ও আলোচনা সভা
ফরহাদ চৌধুরী

কচুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা, প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) মো: ইবনে আল জায়েদ হোসেন, ওসি ইব্রাহীম খলিল , উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কবির হোসেন প্রমূখ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগ ও ইউনিয়ন পরিষদের ২০টি স্টল প্রদর্শনী মেলায় স্থান পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়