শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ১৪:৫৪

খোলা আকাশের নিচে বসবাস

কচুয়ায় কালবৈশাখী ঝড়ে নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় কালবৈশাখী ঝড়ে নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড

চাঁদপুরের কচুয়ার মনসা-নয়াকান্দি গ্রামে কালবৈশাখী ঝড়ে নিমাই মজুমদারের নামে এক নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। এতে সে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসত করছেন। গত দুদিন পূর্বে কালবৈশাখী ঝড়ে রাতে উপজেলার মনসা নয়াকান্দি গ্রামে নিমাই মজুমদারের বসতর ঘর ভেঙ্গে পড়ে যায়। এতে পরিবার ও পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

স্থানীয় প্রতিবেশী সাইফুল ইসলাম ও মনির হোসেন বলেন, নিমাই মজুমদার একজন নিরীহ মানুষ। ঝড়ে তার বসতবাড়িটি ভেঙ্গে গেছে। এতে করে সে নিরুপায় হয়ে যায়। তার বসতঘর নির্মানে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত নিমাই মজুমদার,তার স্ত্রী সঞ্চিতা রানী মজুমদার বলেন, ছেলে মেয়েদের নিয়ে আমরা কষ্টে আছি। কালবৈশাখী ঝড়ে আমাদের ঘর ভেঙ্গে যাওয়ায় আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। অর্থাভাবে ঘর নির্মান করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়