রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:২৪

মাত্র ৫ মাস ২৫ দিনে কোরআনে হাফেজ শাহরাস্তির তানভীর

মো. মঈনুল ইসলাম কাজল
মাত্র ৫ মাস ২৫ দিনে কোরআনে হাফেজ শাহরাস্তির তানভীর

শাহরাস্তি উপজেলার আট বছর বয়সী ছায়েদুজ্জামান তানভীর মাত্র ৫ মাস ২৫ দিনে কোরআনে হাফেজ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। উপজেলা সদরে অবস্থিত শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসার ছাত্র এই তানভীর। তার পিতা মোহাম্মদ নূরুন্নবী একজন পান বিক্রেতা। মাদ্রাসার ছবক প্রদান ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আবু নছর আশরাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল প্রমুখ।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, হাফেজ তানভীর অত্যন্ত বিনয়ী স্বভাবের। সে মনোযোগ সহকারে মাত্র ৫ মাস ২৫ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন। এর আগেও উক্ত মাদ্রাসা থেকে মাত্র ৪ মাসে আরেকজন ছাত্র হাফেজ হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়