রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ০৮ মে ২০২৪, ০০:০০

দুই বেকারিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার ॥
দুই বেকারিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমে সত্যতা পেয়ে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়স্থ মা বনফুল কনফেকশনারিকে ১০ হাজার টাকাসহ দুটি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। ৭ মে মঙ্গলবার দুপুরে বাজার তদারকি অভিযানে এ অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানকালে মা বনফুল কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ খাবার রাখাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন রুবেল বলেন, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আমাদের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে আমরা ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। প্রকাশিত সংবাদের সত্যতা পেয়ে আমরা ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছি।

তিনি আরও বলেন, একইদিন চাঁদপুর সদরের শেখের হাট এলাকায় ডলি বেকারিতে অভিযান চালিয়ে পণ্য উৎপাদনের তারিখ ও মেয়াদের তারিখ না থাকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকা, হাইড্রোজ, অ্যামোনিয়া, তারিখবিহীন রং পাওয়াসহ একাধিক অপরাধে ডলি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে উপস্থিত ছিলো।

উল্লেখ্য, চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ের মা বনফুল কেক অ্যান্ড ফাস্টফুডের তৈরি বাটারবান খেয়ে শিশু অসুস্থ হওয়াসহ প্রতিষ্ঠানের নানা অব্যবস্থাপনা নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়