প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৪:৪০
কোয়ার্টার ফাইনালে গাজীপুর এলিটসকে ১৭ রানে হারিয়েছে
চাঁদপুর সুলতানস্ সেমিফাইনালে

শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) রাতে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশ নিয়ে
কোয়ার্টার ফাইনালে গাজীপুর এলিটসকে ১৭ রানে হারিয়ে চাঁদপুর সুলতানস্ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ।
কোয়ার্টার ফাইনালে টস জিতে প্রথমে গাজীপুর এলিটসের ব্যাটিং করার কথা থাকলেও তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এতে করে
চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪ ওভারে ২০৫ রান করতে সক্ষম হয় ।
জবাবে গাজীপুর এলিটস ২০৬ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪ ওভারে ১৮৮ রান করে ১৭ রানে পরাজিত হয়।
প্রথম আসরের এ গ্রুপের ৩টি খেলায় জয়লাভ করে চাঁদপুর সুলতানস্ ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
তারপর কোয়ার্টার ফাইনালে গাজীপুর এলিটসকে ১৭ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
কোয়ার্টার ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন চাঁদপুর সুলতানসের বাংলাদেশী আইকনিক ক্রিকেটার মহিউদ্দিন তারেক।
কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম সেমিফাইনাল নিশ্চিত করায় খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, ফখরুল ইসলাম বিলাস, মাসুদ রানা, মো. সেলিম,
মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চিফ অফ মিডিয়া মো. জাহাঙ্গীর আলম হৃদয়, মো. জাকির হোসেন, খোরশেদ গাজী, সোহেল আলম হাজী, মো. সোয়েব ও মোবারক হোসেন।
প্রবাসে বসবাসরত চাঁদপুরের বিপুল সংখ্যক দর্শকরা মাঠের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।
খেলার মাঠে এবং মাঠের বাইরে প্রবাস বাংলার লাইভে চাঁদপুর সুলতানস্ জয়লাভ করায় দর্শকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।
মিডিয়া সাপোর্ট : মোহনা টেলিভিশন, এনটিভি, বিজয় টিভি, দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া ও প্রবাস মেলা।