প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:১২
অনূর্ধ্ব-১৩ বছর বয়সী ক্রিকেটারদের সাথে
চাঁদপুর স্টেডিয়ামে তিনদিনের ম্যাচে অংশ নিলো চট্টগ্রাম এসএস একাডেমী

চাঁদপুর স্টেডিয়ামে জেলার অনূর্ধ্ব-১৩ বছর বয়সী ক্রিকেটারদের সাথে তিনদিনের ম্যাচে অংশ নিয়েছে চট্টগ্রাম এসএস একাডেমী। শনিবার (৩ মে ২০২৫) থেকে শুরু হওয়া এ ম্যাচ চলে ৫ মে পর্যন্ত। প্রতিদিন ৩০ ওভার করে খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে প্রথম দিন থেকেই খেলার ওভার কমিয়ে ম্যাচে অংশ নেয় ক্রিকেটাররা।
চাঁদপুর জেলার বয়সভিত্তিক ক্রিকেট দল এর আগে চট্টগ্রামে গিয়ে খেলে। চাঁদপুরের আমন্ত্রণে তারা খেলতে আসেন। এ সমস্ত ক্রিকেটার থেকে জেলার বয়সভিত্তিক ক্রিকেট দল গঠনের জন্যেই জেলার বাইরে দুটি দল খেলে ।
চাঁদপুরের আয়োজক ও বয়সভিত্তিক ক্রিকেট দলের কোচ পলাশ কুমার সোমের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, এই খেলাটি আয়োজন করার কারণ হচ্ছে বাচ্চাদের অভিজ্ঞতার জন্যে। প্রতিবছর জেলা পর্যায়ের আগে বয়সভিত্তিক মেডিকেল করা হয় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলের জন্যে। আমরা জেলার বাইরের দলগুলোর সাথে প্রতিনিয়ত ম্যাচ খেলার চেষ্টা করে যাচ্ছি। আমি চেষ্টা করি ১০ দিন প্র্যাকটিস করিয়ে টানা ৩টা ম্যাচ খেলানোর জন্যে। কেননা ১০দিনের প্র্যাকটিসের সমান একটা ম্যাচ। প্র্যাকটিসে অনেক কিছু সঠিক হয়। ম্যাচ খেলানোর পর বুঝা যায় কোথায় কী ভুল হচ্ছে, কোথায় কাজ করতে হবে। প্র্যাকটিস সেশন একটা আর গেমস সেশন আরেকটা। এই দুটো জিনিস যে ম্যানটেন করতে পারবে ভালোভাবে, ক্রিকেটে তার ভবিষ্যৎ ভালো হবে।
এসএস ক্রিকেট একাডেমীর কোচ কাজলের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, খেলাধুলার জন্যে চাঁদপুরের মাঠটি অনেক সুন্দর। ওরাও আমাদের ওখানে খেলতে গিয়েছে। যে বয়সভিত্তিক খেলাটি আয়োজন করা হয়েছে, এতে করে দুটি একাডেমীর খেলোয়াড়দের মধ্যে খেলার অভিজ্ঞতা বাড়ে।
চট্টগ্রাম থেকে খেলতে আসা হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র লাবিবের সাথে এ প্রতিবেদকের আলাপকালে সে জানায়, খেলতে এসেছি, ভালো লেগেছে। আমি অন্যদলের সাথে খেলে নিজেকে কীভাবে গড়ে তুলবো সেই লক্ষ্য নিয়েই খেলে যাচ্ছি।
চট্টগ্রাম এসএস একাডেমি : পুচার্য, আহনায় হক, রিৎ কারন, গৌরব, সাব্বির, অভিন তালুকদার, দিপ্ত, তাহমিদ, রিজভী হাসান ও সৌরপ সাহা।
চাঁদপুরের ক্রিকেটাররা হলো : রিফাত খান, সাইফ আল ইসলাম, নিরব পাটওয়ারী, আবদুর রহমান, প্রান্ত ঘোষ, শহিদুল ইসলাম, নাফিজ আল মাহমুদ, শাওন গাজী, শ্রীশান্ত ভৌমিক, সায়মন, হোসাইন, মোজাহিদুল, সিয়াব, জুবায়ের।