বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৫

ডিসি কাপে হাজিগঞ্জ ও প্রমিলা ফুটবলে ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা জিতেছে  

ডিসি কাপে হাজিগঞ্জ ও প্রমিলা ফুটবলে ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা জিতেছে  
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা প্রশাসক কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্টে হাজিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা গ্রুপ পর্যায়ের নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত

গতকাল ৩০ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর স্টেডিয়ামে এ দুটি টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুপুর আড়াইটায় মেয়েদের ফুটবলে ফরিদগঞ্জ উপজেলার মুখোমুখি হয় কচুয়া উপজেলা। খেলায় ফরিদগঞ্জের মেয়েরা ১১-০ গোলের বড় ব্যবধানে জয় পায়।

এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় তাদের। অপরদিকে, বিকাল ৪টায় ডিসি কাপ ফুটবলে শাহরাস্তি ও হাজিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলের খেলায় জয়ী হয় হাজিগঞ্জ।

দুই দল সমান শক্তি প্রদর্শন করে কেউ কারো নাহি ছাড়ে। তীব্র প্রতিদ্বন্দিতার এই খেলায় নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হয়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী জয় পরাজয়ের নিষ্পত্তিতে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেও গোলের পর গোলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ৭-৬ গোলের জয় পায় হাজিগঞ্জ উপজেলা। ট্রাইবেকারে এ জয়ে তাদের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়। অন্য দিকে দুর্ভাগ্যজনক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শাহরাস্তি উপজেলা দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়