মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৪১

আটক বিএনপি নেতা স্বপন মিয়াজী কারাগারে, কেন্দ্রীয় যুবদলের প্রতিবাদ 

আটক বিএনপি নেতা স্বপন মিয়াজী কারাগারে, কেন্দ্রীয় যুবদলের প্রতিবাদ 
এমরান হোসেন লিটন

ঢাকায় বাসার সামনে থেকে আটক চাঁদপুর জেলা যুবদলের অন্যতম সদস্য ও ১ নং বালিথুবা ইউনিয়ন বিএনপি সভাপতি ও চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজীকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে তাকে ঢাকা চীফ মেট্রোপলিটন  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার আফতাব নগর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তাকে বাড্ডা থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বপন মিয়াজীকে  আদালতের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে  পাঠানো হয়েছে। 

তার এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি  দিয়েছেন, চাঁদপুর জেলা যুবদলের পক্ষে সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খাঁন আকাশ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। তারা স্বপন মিয়াজির এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং তার নিঃস্বার্থ মুক্তি দাবি করেন। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়