মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ২০:২৬

আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে ডাকঘর ফিরে আসবে তার স্বরূপে : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে ডাকঘর ফিরে আসবে তার স্বরূপে : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মাহবুব আলম লাভলু

আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, ডাকঘর ঐতিহ্য হারানোর হাত থেকে রক্ষা পাবে। ডাকঘরের আভিধানিক অর্থ পাল্টে যাবে। ডাকঘর তখন খালি ডাকবক্স কিংবা ধুলো পড়া পুরনো চিঠিপত্রের সমাহার হিসাবে চিহ্নিত হবে না। আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে ডাকঘর ফিরে আসবে তার স্বরূপে। আবারো ডাকবক্স তার পুরনো আমেজ ফিরে পাবে, চিঠিতে ভরে যাবে ডাকবক্স, এটাই প্রত্যাশা।

৮ অক্টোবর শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী বাজার সাব পোস্ট অফিস এর নতুন ভবন নির্মাণ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডাক অধিদফতরকে অনলাইনের সাথে তাল মিলিয়ে আধুনিক হতে হবে। অনলাইনের কার্যক্রম অনুসারে ডাক বিভাগের কার্যক্রম চালাতে হবে। এ কাজ করতে পারলে ডাক বিভাগও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং তার হৃত গৌরব ফিরে পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ যাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মোঃ হারুনুর রশিদ, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক (পরিকল্পনা) সালেহ আহমেদ, কুমিল্লা বিভাগের ডিপিএমজি মোহাম্মদ মোজাম্মেল হক, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, ঢাকা মেট্রোপলিটন সার্কেল এর নির্বাহী প্রকৌশলী শামীমুর রেজা, অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বাংলাদেশ ডাক কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুসা আহমেদ।

এর পূর্বে নাউরী বাজারে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়