প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
                ২-সূরা বাকারা
২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬৫। তথাপি মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার ন্যায় তাহাদিগকে ভালোবাসে; কিন্তু যাহারা ঈমান আনিয়াছে আল্লাহর প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ়। যালিমের শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুজবে, হায়! এখন যদি তাহারা তেমন বুঝিত যে, সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর!








