শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১২:৩৪

চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের শুভেচ্ছা বাণী

অনলাইন ডেস্ক
চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের শুভেচ্ছা বাণী

দৈনিক চাঁদপুর কণ্ঠ চাঁদপুরের প্রথম দৈনিক হিসেবে চাঁদপুর জেলার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এ পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে সাড়ে চার বছর এবং দৈনিক হিসেবে সাড়ে ২২ বছর নিরবচ্ছিন্ন প্রকাশনা অব্যাহত রেখেছে বলে আমি জানতে পেরেছি। ১৭ জুন পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোভিড-১৯ পরিস্থিতির কারণে বড় ধরনের কোনো কর্মসূচি হাতে নেয়া হয়নি। তারপরও সংক্ষিপ্ত যে আয়োজন করা হয়েছে সেটা যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন করা হবে বলে আশা রাখি।

আমি চাঁদপুরে যোগদানের পর পত্রিকাটির নিয়মিত প্রকাশনা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা লক্ষ্য করছি। এমনটি অব্যাহত রাখলে চাঁদপুর কণ্ঠের পাঠকপ্রিয়তা ব্যাপক বাড়বে এবং পাঠকসহ সকল মহলে ২৭ বছর নয়, ৫০ বছর বা তদূর্ধ্ব বছর ধরে টিকে থাকা সম্ভব বলে মনে করি।

আমি চাঁদপুর কণ্ঠের সাথে সংশ্লিষ্ট সকলকে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই।

অঞ্জনা খান মজলিশ

জেলা প্রশাসক,

চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়