রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০

মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের অভিষেক

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের অভিষেক

মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের অভিষেক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী সদস্য রমিজ উদ্দিনের পরিচালনায় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি আব্দুল মালিক, সংগঠনের উপদেষ্টা ময়নুল ইসলাম মনির, সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান জামান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ-সভাপতি সামসুল ইসলাম সামসু, বজলুর রহমান বজলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র সদস্য শাহজাহান করিম, সদস্য রেজাউর রহমান সামি প্রমুখ।

অন্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সোহেল আহমদ সামছু, আব্দুল কাইয়ূম সেলিম, আহমেদ আসাদুর রাহমান সাদ, তামিন চৌধুরী, এইচ এম দবির তালুকদার, ছানুর মিয়া ছাদ, আবু জাফর রাসেল, আব্দুল আওয়াল খান, বেলাল আহমেদ, জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, আব্দুল আজিজ, ইউসুফ আলী, দ্বীন মোহাম্মদ, জহির আহমদ, বাবুল আহমেদসহ অন্যরা। পরে আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা কাওসার হোসেন টিপু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়