প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৯
হৃদয়ের তওবা

হে আমার আল্লাহ,
হে আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা
আমি দুর্বল, আমি অন্যায়কারী,
আমি প্রতিজ্ঞা ভঙ্গকারী, আমি আমার প্রতি জুলুমকারী,
অন্যের হক নষ্টকারী, আমার অনেক পাপ।
তবুও আপনি আমাকে ক্ষমা করুন
কারণ, আপনি অতি দয়ালু।
আপনি ক্ষমা করতে পছন্দ করেন,
তাইতো আপনার কাছে নির্ভয়ে চাই।
আমার হৃদয়টাকে আপনার
রহমত দিয়ে ধুয়ে দেন।
যেন তা পবিত্র হয় আপনার
নূরের আলোতে।
আমি হারাম হালালের পার্থক্য বুঝি।
তারপরও হারামের দিকে ছুটি।
হারামের দিকে না ছুটে আপনার
পথে চলতে পারি সেই
সুযোগ করে দিন।
এই প্রার্থনা কবুল করুন মাবুদ।
আমার দয়ালু বাদশা, আপনিই সব,
আপনার কাছেই তো চাইবো,
আপনিই তো আমাদের অন্তর্যামী,
আপনার কাছেই তো মনের কথা বলি।
আমি যাদেরকে ভালোবাসি
তারা হারিয়ে যায়।
সবকিছুই আপনার ইচ্ছায় ঘটে।
তবুও যেন হারানোর কষ্টকে বুকে নিয়ে
আপনাকে স্মরণ করে, জিকির করে
শান্তি ফিরে পেতে চাই।
সেই পথটুকু করে দেন।
আমি যাদেরকে ভালোবাসি
তাদেরকে শান্তিতে রাখুন, সুখে রাখুন।
নিরাপদে রাখুন আপনার আরশের ছায়াতলে।
হে আল্লাহ আমাকে ধৈর্য দিন।
আমি যেন কষ্টের মাঝে শান্তি পাই।
আমি যেন আপনার নির্দেশিত পথে পরিচালিত হতে পারি
সেই সৌভাগ্য দান করুন এই ক্ষুদ্র বান্দাকে
আপনি আপনার এই নগণ্য বান্দাকে দয়া করুন।
আমি ভুল করি বারবার,
কিন্তু আপনার ক্ষমার দয়ার সীমাহীন।
আমি জানিনা কীভাবে পাব আপনাকে
কিন্তু আমার মনে হয় আপনি আমার খুব কাছেই আছেন।
আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে ভালোবাসুন, দূরে ঠেলে দিয়েন না।
হে আমার রহমতের মালিক, আমি শুধু আপনার দরজায় হাত উঠাই।
কবুল করুন। আমিন।







