শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৩০

প্রকল্পটি যেনো শুধু নির্বাচনকেন্দ্রিক না হয়-

অনলাইন ডেস্ক
প্রকল্পটি যেনো শুধু নির্বাচনকেন্দ্রিক না হয়-

বুধবার ‘জামায়াতের বালিয়া ইউনিয়নে কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন’ শিরোনামের সংবাদটি পড়ে সাধারণ পাঠক চমকিত হয়েছে। স্বগতোক্তি করে অনেক পাঠক বলেছেন, রাজনৈতিক দলের কর্মসংস্থান প্রকল্প! সংবাদটিতে লিখা হয়েছে, জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের উদ্যোগে কর্মসংস্থান প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা সংলগ্ন স্থানে এ কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে বেকারত্ব একটি বড়ো সামাজিক সমস্যা। ইসলামী সমাজব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং সহকারী সেক্রেটারি ও ৯নং বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিশ্চয়ই বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী এই কর্মসংস্থান প্রকল্পের উদ্যোক্তা। আর এই উদ্যোগের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়া। নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পের উদ্বোধন করা অন্য অনেক কর্মসূচির চেয়ে মহৎ। এর সাফল্য কামনা করছি। কথা হলো, জাতীয় সংসদ নির্বাচন ও ইউপি নির্বাচনের পরও বালিয়ায় জামায়াতের কর্মসংস্থান প্রকল্পটি কি টিকে থাকবে? আমাদের প্রত্যাশা ইতিবাচক। আমরা প্রকল্পটির টেকসই অস্তিত্ব দাবি করছি। কেননা আমরা সত্য ও সুন্দরের পক্ষে সকল রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে। আমরা জামায়াতের পাশাপাশি সকল রাজনৈতিক দলের কাছে জনস্বার্থের অনুকূলে এমন উদ্যোগ প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়