প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২১
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্ট রিজিওনের অভিষেক ও ডিনার পার্টি
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন ও প্রবাসী হয়রানি বন্ধের আহ্বান

ব্রিটেনের কেন্ট শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের অভিষেক ও ডিনার পার্টি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক সিলেটবাসীর উপস্থিতি ছিলো লক্ষণীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার হারুনুর রশিদ। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে-বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন কেন্ট রিজিওনের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং সাউথ ইস্ট রিজিওনের কো-কনভেনর, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রেটার সিলেট ইউকে’র সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি ও মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, জয়েন্ট কনভেনর রেজাউল করিম সিপার, সদস্য সচিব তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল, মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী ও জায়েদ ইমতিয়াজ চৌধুরীসহ কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যুব সংগঠক মুক্তার আলী, সাধারণ সম্পাদক তাহামুল হোসেন লিটন, ট্রেজারার আব্দুল আহাদ এবং উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি কবি নুরজাহান শিল্পী।
৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত, অসুস্থদের আরোগ্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন আসফোর্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।
সভায় মোহাম্মদ মকিস মনসুরের লিখিত প্রস্তাবের মাধ্যমে বক্তারা ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং বাংলাদেশ হাইকমিশনে নো-ভিসা ফি ও বিমানের ভাড়া হ্রাসের দাবি জানান।
উপস্থিত সবাই করতালির মাধ্যমে প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
প্রধান অতিথি ড. হাসনাত এম হোসাইন এমবিই বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ও বিমানপথে জনদুর্ভোগ এখন চরমে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কেন্দ্রীয় সদস্য সচিব ড. মুজিবুর রহমান বলেন, “প্রবাসীদের ঐক্যই সিলেট ও দেশের উন্নয়নের মূল শক্তি। মানবতার কল্যাণে এবং কমিউনিটির অগ্রগতিতে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “যদি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবিদাওয়া দ্রুত বাস্তবায়ন না হয়, তবে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধসহ বিশ্বব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।” নতুন নেতৃত্ব ঐক্য, সেবা ও উন্নয়নের শপথ নিয়ে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।







