বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৫

ইতালিতে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি

সাব্বির আহ্বায়ক, জলিল সদস্য সচিব

ইতালি প্রতিনিধি
ইতালিতে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি

ইতালিতে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাব্বির আহমেদকে আহ্বায়ক এবং জলিলুর রহমান (জলিল)কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, মহাসচিব সফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ওয়াহিদ উন নবীর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটি ঘোষণার পর নবনিযুক্ত আহ্বায়ক সাব্বির আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের মর্যাদা, সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতার জন্যে কাজ করতে বদ্ধপরিকর। ইতালিতে বসবাসরত তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে সদস্য সচিব জলিলুর রহমান (জলিল) বলেন, জিয়া সাইবার ফোর্স (ZCF) দলীয় (বিএনপি) স্বেচ্ছাসেবী সংগঠন, এটি দেশ ও প্রবাসের কল্যাণে একটি ইতিবাচক প্ল্যাটফর্ম। আমরা প্রবাসী সমাজের পাশে থেকে সঠিক তথ্য প্রচার ও সাইবার প্রতারণা প্রতিরোধে কাজ করবো। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাইবার জগতে দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে গঠনমূলক ভূমিকা রাখবে।

জানা যায়, ইতালির বিভিন্ন শহর যেমন : রোম, মিলান, ভেনিস, নেপলস, বলোনিয়া, পারমা, ফ্লোরেন্স, ব্রেশিয়া ও তুরিনসহ বিভিন্ন অঞ্চলের নবীন ও অভিজ্ঞ নেতৃবৃন্দের সমন্বয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ইতালি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৬০ দিনের মধ্যে ইতালিস্থ প্রাদেশিক শাখাসমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করারও নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যাশা, নতুন এই কমিটি প্রবাসে জিয়া সাইবার ফোর্সের কার্যক্রম আরও বেগবান করবে এবং সাইবার জগতে ইতিবাচক ও গঠনমূলক প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়