প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৮
জেলা বিএনপির আয়োজনে ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল-২০২৫’
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ১৬ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের

দীর্ঘ ষোলো দিনব্যাপী বর্ণিল আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অবশেষে পর্দা নামলো ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল-২০২৫’-এর। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই জমজমাট সাংস্কৃতিক উৎসবটির সফল সমাপ্তি ঘটে গত ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার) রাতে। চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই পক্ষকালব্যাপী আয়োজনটি জেলার সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করে।
এই দীর্ঘ উৎসবে প্রতিদিন ছিলো সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি এবং আলোচনা সভাসহ বৈচিত্র্যময় পরিবেশনা। জেলার খ্যাতনামা প্রায় বিশটিরও বেশি সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব আয়োজন নিয়ে উৎসবের প্রতিটি দিনকে করে তুলেছিলো প্রাণবন্ত ও উপভোগ্য। উৎসবটিকে ঘিরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ প্রতিদিন সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়।
৯ অক্টোবর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি শেষে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ১০ অক্টোবর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষাতায়ন ও নৃত্যকথন, ১১ অক্টোবর সুরধ্বনি সংগীত একাডেমি ও নৃত্যধারা, ১২ অক্টোবর বহুবচন আবৃত্তি সংগঠন ও নৃত্যাঙ্গন, ১৩ অক্টোবর সুরসাধন শিল্পীগোষ্ঠী ও প্রতিভা সাংস্কৃতিক সংগঠন এবং রাতে মঞ্চস্থ হয় অনুপম নাট্যগোষ্ঠীর নাটক ‘অতলস্পর্শী অনুভব’।
১৪ অক্টোবর স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ও ফিউচার নৃত্য সংগঠনের পরিবেশনার পর মঞ্চস্থ হয় স্বরলিপি নাট্যগোষ্ঠীর নাটক। ১৫ অক্টোবর অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় এবং চাঁদপুর ড্রামার নাটক ‘বৌমা’ মঞ্চস্থ হয়। ১৬ অক্টোবর ছিলো বিশেষ আকর্ষণ। এদিন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে (মুনিরা ভবন) একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় লালন ও বাউল গানের অনুষ্ঠান। ১৮ অক্টোবর সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পরিবেশনার পর মঞ্চস্থ হয় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাটক ‘ছি!’। ১৯ অক্টোবর বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এবং বাঁধন নৃত্য সংগঠনের পরিবেশনার পর মেঘনা থিয়েটারের নাটক ‘ভাঙ্গা গ্লাস’ মঞ্চস্থ হয়। ২০ অক্টোবর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর শিল্পীরা জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং রাতে বাবুরহাট অরূপ নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হয়। ২১ অক্টোবর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও সংগীত নিকেতনের মনোজ্ঞ পরিবেশনার পর মঞ্চস্থ হয় নটমঞ্চ চাঁদপুর-এর নাটক। ২২ অক্টোবর দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও জয়ধ্বনি সঙ্গীত শিক্ষাতায়নের পরিবেশনার পর অনন্যা নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হয়। ২৩ অক্টোবর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রংতুলি ও সপ্তসুর সঙ্গীত একাডেমির শিল্পীরা এবং সবশেষে মঞ্চস্থ হয় বর্ণমালা থিয়েটারের নাটক।
দীর্ঘ ষোলো দিনব্যাপী এই সাংস্কৃতিক মহাযজ্ঞের সমাপনী অনুষ্ঠান ছিলো অত্যন্ত আকর্ষণীয়। ২৪ অক্টোবর উৎসবের সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ বিরতির পর এমন বৃহৎ সাংস্কৃতিক আয়োজন চাঁদপুরের শিল্পকলায় এক নতুন প্রাণসঞ্চার করেছে। এই উৎসবের মাধ্যমে স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে। তিনি এমন একটি আয়োজন সফল করার জন্যে অংশগ্রহণকারী সকল সংগঠনকে ধন্যবাদ জানান।
আলোচনা সভাশেষে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং উৎসবে অংশ নেওয়া প্রতিটি সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কার বিতরণীর পর জাসাস চাঁদপুর জেলা শাখার আয়োজনে এক জমজমাট কনসার্টের মাধ্যমে ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল-২০২৫’-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।







