প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫০
উপজেলা পর্যায়ে সাহসী উদ্যোগ

মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ে কচুয়ায় দ্বিতীয় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, শিক্ষা অফিসার শাহানা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমাজ থেকে মাদক নির্মূল করে খেলার ভাল দিকগুলোকে কাজে লাগিয়ে উপজেলাকে এগিয়ে নিতে প্রশাসন বদ্ধপরিকর। টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা। মোট ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটিগুলো ভেঙ্গে দিলে ক্রীড়াচর্চা কার্যত ধাক্কা খায়। এমতাবস্থায় অ্যাডহক কমিটি গঠনের জন্যে নির্দেশ দেয়া হলেও সেটি মানার ব্যাপারে স্থবিরতা ও জটিলতা সৃষ্টি হয়। এমন বাস্তবতায় কচুয়া উপজেলায় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের পাশাপাশি ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের খবর চমকে দেয়ার মতো বিষয়ই বটে। এটা ইউএনও মহোদয়ের ক্রীড়াপ্রেম ও সাহসী উদ্যোগ গ্রহণের পরিচায়ক। এজন্যে তাঁকে ধন্যবাদ জানাতেই হয়। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায় থেকে ৮টি দল অংশ নিলেও কচুয়ায় ১৬টি দল অংশ নিচ্ছে ইউনিয়ন পর্যায় থেকে। এতে ফুটবল চর্চা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়বে, যাতে মাদকাসক্তিতে ধাক্কা লাগার মতো কিছু না ঘটে পারবে না। আমরা চাই ফুটবলের মতো অন্যান্য ক্রীড়াচর্চাও চলতে থাকুক। সেজন্যে বেসরকারি উদ্যোগ লাগবে। এ ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি জেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইভেন্টভিত্তিক ক্রীড়াচর্চা চলে এবং আন্তঃশ্রেণী প্রতিযোগিতা হয়, আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃমাদ্রাসা টুর্নামেন্ট হয়, তাহলে পুরো উপজেলাসহ পুরো জেলায় ক্রীড়ামুখর পরিবেশ ছড়িয়ে পড়বে। আর তখন মাদকসহ অন্যান্য অপরাধ ক্রমশ বিতাড়িত হতে থাকবে। আমরা তেমনটিই প্রত্যাশা করছি।




