প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪২
শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ পদে অন্নকূট উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনে ১০৫০ পদের ব্যঞ্জন দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুরে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবে প্রসাদ গ্রহণ করেছেন প্রায় ২০ হাজার ভক্তবৃন্দ।
উৎসবের ১০৫০ রকমের ব্যঞ্জন ও ১০৫০ কেজি ভোগ দিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করা হয়। ছিলো কীর্তন, পূজা, আরতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা।
অন্নকূট উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের সমাগম কয় জগদ্বন্ধু আশ্রমে।
আয়োজকরা জানান, গোবর্ধন পূজার অংশ হিসেবে গিরি গোবর্ধনের প্রতীকী রূপে খাদ্যের স্তূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙ্গুলের ডগায় গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই স্মরণে সারা ভারতসহ বিশ্বের নানা প্রান্তে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন।
ভোগ নিবেদনের পর বেলা সোয়া ১টা থেকে এক ঘণ্টার জন্যে ভক্তদের জন্যে ভোগ প্রদক্ষিণের সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ভোগ মিশ্রণ করে প্রায় ২০ হাজারেরও বেশি ভক্ত-অনুরাগীর মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
ডিসিকে/এমজেডএইচ