প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৭
লন্ডনে মিডিয়া কর্মীদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে বাংলাদেশি মিডিয়া কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। শুক্রবার ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত এ সভায় তিনি অংশ নেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আনোয়ার আলদীন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের গণমাধ্যমে সেল্ফ সেন্সরশিপ প্রচলিত ছিলো। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক কিছু ব্যক্তিগত স্বার্থ-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড গণমাধ্যমের জন্যে দুঃখজনক হলেও এগুলো পেশাগত স্বাধীনতার পথে বড়ো বাধা নয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। সভা সঞ্চালনা করেন ক্লাবের জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ।
সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল’ অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, আইটি সেক্রেটারি রাজিব হাসান এবং ক্লাবের সদস্যবৃন্দ আহমেদ সাদিক, আজিজুল আম্বিয়া, মারুফ গিয়াস বাপ্পি, মাসুদুর রহমান, শাহেদ শফিক ও শরীফ আহমেদ।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র পক্ষ থেকে আনোয়ার আলদীনকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।