প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫২
তবুও হাজীগঞ্জের এ সাফল্য চ্যালেঞ্জের মুখে

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে হাজীগঞ্জ বাজারকে হকারমুক্ত করা হয়েছে। কয়েক মাস না যেতেই হকাররা ধীরে ধীরে ফুটপাথে বসার এসিড টেস্ট শুরু করেছে। যে কারণে হকার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হচ্ছে। ম্যাজিস্ট্রেট বাজারে আসার খবরে সব হকার দ্রুত বেগে সটকে পড়ে। গত কিছুদিন ধরেই এমন অবস্থা পরিলক্ষিত হচ্ছে। সরজমিনে দেখা যায়, গত প্রায় দু সপ্তাহ ধরে দুপুরের পর থেকে দু একজন করে সড়কের পাশে হকার বসতে শুরু করে। পূর্বের মতো গড়ে না বসলেও কিছু হকার বসতে শুরু করেছে। এর মধ্যে প্রায় দিন ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ভ্যানগাড়িসহ মালামাল জব্দ করে এতিমখানাতে দিয়ে দিচ্ছেন। এতো কিছুর পরেও হকার বসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। হকার বসা পুরোপুরি বন্ধ করে দিতে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে যৌথ বাহিনী ও পৌরসভার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। এদিন তিনি একাধিক ভ্যান গাড়িসহ মালামাল জব্দ করেছেন। এরপরেই জব্দকৃত মালামাল এতিমখানাতে দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, আমাদের গাড়ি দেখামাত্র সড়কের পাশে বসা ব্যবসায়ীরা সটকে পড়ে। যে ক’জন পাই তাদের মালামাল জব্দ করে এতিমখানাতে দেয়া হচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে। হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত করতে হকারমুক্ত করার প্রয়াসটির সাফল্য গত দুমাসের বেশি সময় ধরে দৃশ্যমান হলেও সাম্প্রতিক সময়ে হকারদের অপতৎপরতায় সেটি চ্যালেঞ্জের মুখে। যদি নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হয়, তাহলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি হতে পারে, আবার নাও হতে পারে। তাঁদের বদলি হলেই হকাররা হাজীগঞ্জ বাজারের ফুটপাত ও সড়কের দুপাশ উৎসবমুখরতায় পুনর্দখলের প্রয়াস চালাতে পারে। সেজন্যে নূতন বদলি হয়ে আসা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী জেলা প্রশাসক ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাবৃন্দ ও সুধীজনদের উপস্থিতি নিশ্চিত করে সভা ঢেকে এই প্রয়াসটি অব্যাহত রাখার কথা বলে যেতে হবে। তারপরও ভবিষ্যতের নির্বাচিত এমপি ও হাজীগঞ্জ পৌরসভার ভবিষ্যতের নির্বাচিত মেয়রের ইচ্ছা-অনিচ্ছার কাছে হাজীগঞ্জ বাজার যানজটমুক্ত রাখার প্রয়াস চ্যালেঞ্জের মুখোমুখি হবার সম্ভাবনা থেকেই যাবে বলে আমাদের ধারণা।