সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:০০

কুমিল্লা ময়নামতি কালী মন্দিরে শ্যামাপূজা ও মহানাম সংকীর্তন ২০ ও ২১ অক্টোবর

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে
কুমিল্লা ময়নামতি কালী মন্দিরে শ্যামাপূজা ও মহানাম সংকীর্তন ২০ ও ২১ অক্টোবর

আসছে ২০ ও ২১ অক্টোবর ২০২৫ (সোম ও মঙ্গলবার) দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ও মহানাম সংকীর্তন। শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কিংকর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ উপলক্ষে ২০ অক্টোবর সোমবার গঙ্গা আহ্বান, গোধূলি লগ্নে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পূর্ণ কলসে দেব সাজে সাজ সাজ

মা, মা গঙ্গার আগমন। এরপর ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন, তুলসী আরতী ও গৌর আরতি এবং অধিবাস কীর্তন শেষে শ্রীমদভগবদগীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ এবং রাত ১২টায় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। পরদিন ২১ অক্টোবর মঙ্গলবার ভোর হতে যথাক্রমে মঙ্গলধ্বনি, প্রভাতী কীর্তন, আরতি দ্বীপ দান, শ্রী শ্রীকৃষ্ণ পূজা ও বাল্যভোগ শেষে

দ্বিপ্রহরে ভোগ রাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ। এ ছাড়াও মঙ্গলবার 'উদয়-অস্ত' শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।

এতে নামসুধা বিতরণ করবেন সুদূর ভোলা হতে আগত শ্রী শ্রী সত্য নারায়ণ সম্প্রদায়, নোয়াখালী শ্রী শ্রী বলদেব জিউর সম্প্রদায়, মাগুরা শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায় ও স্থানীয় শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির সম্প্রদায়।

ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়