শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:২০

চাঁদপুর শহরে যানজট নিরসন ও পরিচ্ছন্নতায় এমন সংগঠনই প্রয়োজন

অনলাইন ডেস্ক
চাঁদপুর শহরে যানজট নিরসন ও পরিচ্ছন্নতায় এমন সংগঠনই প্রয়োজন

চঁাদপুর শহর যানজটে নাকাল ও অপরিচ্ছন্নতায় আক্রান্ত-এটা প্রতিজন ভুক্তভোগীই স্বীকার করবেন। ট্রাফিক পুলিশের অপর্যাপ্ততায় এই শহরে যানজট নিয়ন্ত্রণের দৃশ্য যতোই দিন যাচ্ছে, ততোই বিরল হয়ে যাচ্ছে। স্বল্প সংখ্যক ট্রাফিক পুলিশ বিভিন্ন মোড়ে অস্বাভাবিক যানবাহনের চাপে কখনো কখনো দায়িত্বপালনে নির্বিকার থাকতে দেখা যায় কিংবা প্রচণ্ড গরমে ছায়ায় দঁাড়িয়ে বিশ্রাম নিতে দেখা যায়।

এই শহরে অতিরিক্ত অটোবাইক বা ইজিবাইক চলছে, সেজন্যে যানজট হচ্ছে-এটা কি ঢালাওভাবে বলা যায়?-মোটেও না। কারণ, এই শহরের মূল প্রাণকেন্দ্র পঁাচ রাস্তার মোড় সাবেক শপথ চত্বর (বর্তমান বাইতুল আমিন চত্বর)-এর পূর্বদিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দক্ষিণ পাশে রেলওয়ে হকার্স মার্কেটের সামনে ভ্যানগাড়িতে ও এমনিতে বসে যেভাবে পণ্য বিক্রি করা হয় এবং কালীবাড়ি মোড় থেকে চৌধুরী মসজিদ পর্যন্ত মিজান চৌধুরী সড়কের দুপাশে যেভাবে বিভিন্ন পণ্যের পসরা বসে, তাতে যানবাহনতো অবশ্যই, পথচারী চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং যানজট লেগেই থাকে। সড়কের দুপাশ থেকে হকারদের পৌর কর্তৃপক্ষ লাগাতার অভিযান চালিয়ে উচ্ছেদ না করলে চঁাদপুর শহরে যানবাহনের যানজটমুক্ত স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত হবে না। সড়কের পাশ দখল সত্ত্বেও চলতি দুর্গোৎসবের সময়ে ‘ক্লীন চঁাদপুর’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট সদস্য, যুব রেডক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে মোটামুটি যান চলাচল স্বাভাবিক রাখতে পারছে, যেটা শহরবাসীর সুনজরে পড়েছে।

ক্লীন চঁাদপুর সংগঠনটি পরিচ্ছন্ন চঁাদপুর শহর গড়ার জন্যেই মূলত গঠিত হয়েছে এবং ইতোমধ্যে চঁাদপুর শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠেছে। এছাড়া নিজেদের অর্থায়নে এমন কিছু দৃশ্যমান কাজ করেছে, যেটা শহরের সর্বস্তরের মানুষকে মুগ্ধ করেছে।

চঁাদপুর শহরকে যানজটমুক্ত করা কিংবা যানবাহনের শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিত করার জন্যে ট্রাফিক পুলিশের সহযোগিতায় এবং শহরের পরিচ্ছন্নতা রক্ষায় টেকসই ফলাফল পেতে পৌরসভার সহযোগিতায় ক্লীন চঁাদপুরের মতো সংগঠনের কার্যক্রমের প্রসার অনেক ইতিবাচক হতে পারে বলে আমরা মনে করি। এজন্যে ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ‘ক্লীন চঁাদপুরকে প্রণোদনা দিতে পারে কিংবা তাদের সাথে যোগাযোগ ও সমন্বয় দৃঢ় করতে পারে। এটা অনেক সুফল দেবে বলে আমরা বিশ্বাস রাখি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়