বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৮

ইলিশকেন্দ্রিক চাঁদপুরের সুনাম বিপন্ন!

অনলাইন ডেস্ক
ইলিশকেন্দ্রিক চাঁদপুরের সুনাম বিপন্ন!

চাঁদপুর জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও অনলাইনে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির নামে প্রতারণা চলছেই। পুরোপুরি বন্ধ হচ্ছে না প্রতারকদের কার্যক্রম। প্রতারিত হয়ে অনেক ভদ্রলোক এ ব্যাপারে মুখ খুলছেন, আবার কেউ খুলছেন না। কেউ গণমাধ্যমকে জানাচ্ছেন, আবার কেউ জানাচ্ছেন না। সিলেট থেকে এক ভদ্রলোক সোমবার চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন তার প্রতারিত হবার খবর। এ বিষয়ে ‘অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারক চক্র সক্রিয়’ নামে একটি সংবাদ গতকাল চাঁদপুর কণ্ঠে খুবই গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।

সংবাদটিতে লিখা হয়েছে, ‘চাঁদপুর ইলিশ বাজার (ঔধাবফ কযধহ)’ নামে পেইজ খুলে সারা দেশের মানুষের সাথে ইলিশ মাছ পাঠানোর নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিকাশ নাম্বার (০১৭৫৯১৩৭৭০৮)-এর মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। সিলেটের দাড়িয়াপাড়ার গৌতম বণিক সোস্যাল মিডিয়ায় ‘চাঁদপুর ইলিশ বাজারে’র মাধ্যমে মাছ নেয়ার অর্ডার দিয়ে প্রথমে আগাম তিন হাজার টাকা প্রেরণ করেন শর্তানুযায়ী। এরপর মাছ পৌঁছানোর কথা বলে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) ঔধাবফ কযধহ ফোন দিয়ে মাছের বাকি ১৪ হাজার ৫০০ টাকা বিকাশে পাঠাতে বলেন। তিনি সরল বিশ্বাসে বাকি এ টাকাটা পাঠানোর পরে পেইজে উল্লেখিত নম্বরে কল করলে আবোলতাবোল কথা বলে সংযোগ কেটে দেয়। বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুরের একজনকে জানালে মাছঘাটে গিয়ে জানতে পারেন, এটি ফেক আইডি এবং প্রতিদিনই সারাদেশের মানুষ এর দ্বারা প্রতারিত হচ্ছে। বাস্তবে এই আইডিটি চালায় নাহিদ নামে জনৈক প্রতারক এবং তার আরেকটি আইডি রয়েছে ঘধযরফ’ং ডড়ৎষফ’ (নাহিদ’স ওয়ার্ল্ড) নামে। এই প্রতারক বাস্তবে চাঁদপুরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ বিষয়ে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থাগ্রহণের জন্যে ভুক্তভোগীগণ অনুরোধ জানিয়েছেন।

আমাদের বিশ্বাস, অনলাইনে ইলিশ বেচাকেনার ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমাদের জানা মতে, চাঁদপুর মাছ ঘাটেও সাধারণ ক্রেতারা কিছু অসাধু বিক্রেতার কারণে প্রতিনিয়ত দামে ও স্বাদে প্রতারিত হচ্ছে। দাম নিয়ন্ত্রণে চাঁদপুরের জেলা প্রশাসকের উদ্যোগে কোনো দৃশ্যমান ফলাফল লক্ষ্যণীয় নয়, যেহেতু কারো মনিটরিং নেই। সেজন্যে ক্রেতারা দামে ঠকছে। আর সাগরের ইলিশকে ‘চাঁদপুরের ইলিশ’ বলে বিক্রি করে ক্রেতাকে স্বাদে ঠকাচ্ছে। চাঁদপুরের ইলিশকেন্দ্রিক এসব প্রতারণা বন্ধ না হলে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে বাংলাদেশে প্রথম ব্র্যান্ডিংকৃত আমাদের প্রিয় জেলাটির সুনাম বিপন্নই হবে। এ বিপন্নতা প্রতিরোধে ইলিশ ব্যবসায়ী, ক্রেতা ও সচেতন নাগরিকগণকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে এবং এজন্যে সরকারের সকল প্রশাসনযন্ত্রকে পুরোপুরি কাজে লাগাতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়