প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯
সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ
…… জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ও নেপাল হিন্দু অধ্যুষিত হলেও আমাদের মাতৃভূমি বাংলাদেশে দুর্গাপূজা পালনকালে সম্প্রীতির যে সুবাতাস দেখা যায়, যা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে দেখা যায় না।
|আরো খবর
ওইসব রাষ্ট্রে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তাদের উৎসবগুলো নিজ নিজ ধর্মের লোকজন নিয়ে পালন করে। সেখানে অন্য কোনো ধর্মের লোকজনকে দেখা যায় না। যার বিপরীত চিত্র বাংলাদেশ। শত শত বছর পূর্ব থেকেই এ দেশের সকল ধর্মীয় গোষ্ঠী আশেপাশের সকল সম্প্রদায়ের লোকজনকে সাথে নিয়েই বিভিন্ন ধর্মীয় উৎসবে শরিক হয়। ঈদের সময় যে রকম আমাদের সাথে অন্য সম্প্রদায়ের নিকটজন, বন্ধু-বান্ধবরা উৎসব করে, তেমনি দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সহ বিভিন্ন পূজা পার্বণে আমরাও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে উৎসবে আনন্দ ভাগাভাগি করি। আজকে ফরিদগঞ্জ উপজেলার তিনটি মণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপ কমিটির লোকজন আমাদের যেভাবে বরণ করে নিলো, তা অনেকদিন আমাদের হৃদয়ে থাকবে। বলতে বাধা নেই, সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। এটাই সত্যি এটাই বাস্তব। আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশকে নিজেদের মতো গড়ি, সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার একটি যোগ্য বাসভূমি হিসেবে গড়ে তুলি।
সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাতে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ধানুয়া দাসপাড়া দুর্গা পূজা মণ্ডপ, ফরিদগঞ্জ উপজেলা সদরের দাসপাড়া যুব সংঘের পূজা মণ্ডপ এবং উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ণ রবি দাস প্রমুখ।