রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০

সৌদি আরবের ৯৫তম ন্যাশনাল ডে উদ্যাপন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি
সৌদি আরবের ৯৫তম ন্যাশনাল ডে উদ্যাপন

সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে বাংলাদেশি লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সের পক্ষ থেকে ফ্রি স্বাস্থ্যসেবার পাশাপাশি সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। এতে বাংলাদেশীদের মিলনমেলা ঘটে।

ডা. সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং এম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক রাজি ওকাব মোহাম্মদ আল মুতাইরি, ডা. নাজমুল হক, ডা. আব্দুল্লাহ জামাল, মো. ইমরান, মো. রুহুল আমিন, মো. জামাল উদ্দিনসহ বাংলাদেশ কমিউনিটির ডাক্তার, ইঞ্জিনিয়ার, মার্কেটিং সহ বিভিন্ন পর্যায়ে রেমিটেন্স যোদ্ধারা। অনুষ্ঠানস্থলে আগত প্রবাসীদের মাঝে লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা মেম্বারশিপ কার্ড বিতরণ করা হয়।

সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাজসজ্জা করা হয়েছে, পাশাপাশি বাংলাদেশিরা সাংস্কৃতিক আড্ডায় মেতে উঠেন। রাস্তায় বিভিন্ন গাড়িতে ফ্লাগ নিয়ে ঘুরতে দেখা যায় সৌদি নাগরিকদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়