বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯

ভূমিহীনদের ঘর নিয়ে জালিয়াতি!

অনলাইন ডেস্ক
ভূমিহীনদের ঘর নিয়ে জালিয়াতি!

বিগত সরকারের আমলে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ভূমিহীনদের না দিয়ে অবৈধভাবে দখল ও অন্যদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। অনেক ঘর খালি পড়ে আছে এবং রাজনৈতিকভাবে কিংবা ঘুষের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা এসব ঘর বরাদ্দ পেয়েছেন। এই পরিস্থিতিতে প্রকৃত ভূমিহীনদের তাদের প্রাপ্য ঘর বুঝিয়ে দেওয়ার দাবি উঠেছে, যাতে সরকারের মূল উদ্দেশ্য পূরণ হয়। এমন অনিয়মের ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা (উত্তর) ইউনিয়নের দাসপাড়া গ্রামে দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্পে। এখানে অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ পেয়েছেন। ফলে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা ঘর পাননি। প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও তৎকালীন আওয়ামী লীগের লোকজন বরাদ্দ পেয়েছেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হলেও কিছু অসাধু লোক নিজেদের স্বার্থে এসব ঘর অবৈধভাবে দখল করে ভাড়া দিয়েছেন বা বিক্রি করে দিচ্ছেন। রাজনৈতিক বিবেচনা, প্রভাব খাটানো বা ঘুষের বিনিময়ে অনেক অযোগ্য ও সচ্ছল ব্যক্তি ঘর বরাদ্দ পেয়েছেন, যা প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করেছে। সরেজমিনে দেখা যায়, অনেক ঘর তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। যা দেখলে বোঝা যায়, প্রকৃত ভূমিহীনদের তালিকা তৈরিতে ত্রুটি ছিলো এবং বরাদ্দপ্রাপ্তরা সেখানে বসবাস করছেন না। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে যোগ্য ব্যক্তিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অবৈধভাবে দখল করা বা অন্যকে ভাড়া দেওয়া ঘরগুলো উচ্ছেদ করে প্রকৃত ভূমিহীনদের মাঝে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া সরকারি উদ্যোগের মাধ্যমে ভূমিহীনদের সঠিক তালিকা তৈরি করে প্রকৃত যোগ্যদের ঘর বরাদ্দ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপকারভোগীরা যদি ঘরে না থাকে, তাহলে তাদের কবুলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছেন তাদের পুনর্বাসন করা হবে। ভূমিহীনদের ঘর প্রকৃত ভূমিহীনরাই যেন পান, তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন ভাতা ও খাদ্য সহায়তা হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণের যে মহৎ উদ্যোগ চালিয়ে রেখেছে, সেটি কিছু অসৎ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার কারণে তাদের আত্মীয় উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের লোকজন, এমনকি অবস্থাপন্ন লোকদের পাওয়ার ঘটনাও ঘটে চলছে। সেটা ধরে নিলাম ছোটখাট বিষয়, তাই বলে কি ভূমিহীনদের জায়গাসহ নির্মিত ঘরের বন্দোবস্ত (যার অর্থমূল্য বর্তমান বাজার দরে কমপক্ষে পাঁচ লাখ) দেয়ার মতো অনেক বড়ো কাজেও ঘাপলা হবে? বিগত সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জায়গা সহ ঘর প্রদানের বিষয়ে যে বাগাড়ম্বর ও আত্মতুষ্টি, তাতে যে দলীয় লোকজনের ও কিছু প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা ও অনিয়ম ছিলো তা ফরিদগঞ্জে চাঁদপুর কণ্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধি এমরান হোসেন লিটনের উপরোল্লিখিত প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। এমনটি ফরিদগঞ্জে শুধু নয়, অন্যান্য উপজেলায় যে হয় নি, সেটা নিশ্চয়ই হলফ করে কেউ বলতে পারবে না। এমতাবস্থায় ভূমিহীনদের ঘর নিয়ে ফ্যাসিস্ট সরকারের আমলে সম্পাদিত প্রকল্পসমূহে কী কী অনিয়ম হয়েছে, সেটা খতিয়ে দেখা দরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়