প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:১৮
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্টোরকিপার জয়ন্ত চক্রবর্তী ঘটনাস্থলে নিহত
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
|আরো খবর
তিনি কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের স্টোরকিপার বলে জানা গেছে।
এ সময় মোটরসাইকেলে থাকা সিপার উদ্দিন নামের একজন আহত হয়েছেন।বুধবার (৩০ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর ভানুগাছ সড়কের বধ্যভূমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জয়ন্ত চক্রবর্তী তার সহযোগীকে নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে আসছিলেন। আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে লাগে।
এতে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক জয়ন্তকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ