রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০১:৫৫

মাদরাসা শাখা তালামীযের উদ্যোগে গুণীজনদের উপস্থিতিতে বর্ণিল আয়োজন

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উলুয়াইল মাদরাসা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক সভাপতি বকসী কাওছার রশীদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুফতি মাওলানা মো. হাবিবুর রহমান

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা মো. আব্দুর রকিব, কারী নজরুল ইসলাম এবং কৃতকার্য শিক্ষার্থী মো. ছাইদুল ইসলাম

এ সময় আরও উপস্থিত ছিলেন বকসী আহনাফ মুত্তাকিফ রাহিন, মুফতি ফারুক মিয়া, শিক্ষক মোঃ আব্দুর রহিম, কাজী হুসনে মোবারক, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রুকন উদ্দিন, মো. আবুবকর শেফন, মো. আব্দুস সামাদ, ফাহমিদা আক্তার প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা চর্চা, অধ্যবসায় এবং আদর্শ জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়