প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২২:১৪
পিবিজিএসআই আয়োজনে ফরিদগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
আমাদের মেধাবীরা অনেক কিছু দেবে বলে জাতি প্রত্যাশা করে .............প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে
|আরো খবর
শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার দুটি দিক। একটি আনুষ্ঠানিক শিক্ষা, অন্যটি অনানুষ্ঠানিক শিক্ষা। একটি আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য কী, আমাদের কী করা উচিত আর কী না করা উচিত শেখায়। আরেকটি এ শিক্ষাগুলোকে প্র্যাকটিস করায়। এসব শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মেধাবী শিক্ষার্থীরা এই দেশ ও জাতিকে অনেক কিছু দেবে বলে জাতি প্রত্যাশা করে। অনেক সময়ে মেধাবী কিন্তু শেষ পর্যন্ত জাতির জন্যে কিছুই করতে পারে না। আবার কিছুটা কম মেধাবী, কিন্তু সে তার দায়িত্ব ও কর্তব্যবোধ জানে, সে জাতির জন্যে অনেক কিছু করতে পারে।
তিনি বলেন, বিগত জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের কী প্রত্যাশা ছিলো আমাদের কাছে, তা ভুলে গেলে চলবে না। তারা চেয়েছিলো নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, আমাদের সকলের পরিবার, সমাজ ও দেশের প্রতি কমিটমেন্ট থাকবে--এটাই তারা প্রত্যাশা করে। আজকে যারা আমাদের সামনে বসে রয়েছে অর্থাৎ মেধাবী শিক্ষার্থী, যারা আগামীর বাংলাদেশ গড়বে, তারা আমাদের পথ দেখাবে, আমরা তাদের সহযাত্রী হবো।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী। অন্যান্যের মধ্যে গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. গিয়াস উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মেহেরিন রাজসিন পপি, অভিভাবক গোলাম মোর্তুজা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমপনী পুরস্কার গ্রহণ করেন কৃতী শিক্ষার্থীরা।