শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:০৫

'আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধুর সৈনিক' টেলিগ্রাম পেইজের এডমিন শাহরাস্তিতে আটক

মো . মঈনুল ইসলাম কাজল
'আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধুর সৈনিক' টেলিগ্রাম পেইজের এডমিন শাহরাস্তিতে আটক

শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে 'আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধুর সৈনিক' টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সোয়া ১ টায় শাহরাস্তি থানা পুলিশ ও উঘারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকা থেকে তাকে আটক করে। উল্লেখিত টেলিগ্রাম ও ফেসবুক পেইজের যৌথভাবে এডমিন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাহাঙ্গীর হোসেন তালুকদার। উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন।

দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জাহাঙ্গীর হোসেনর ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, নির্বাচন সামনে রেখে কোনো প্রকার গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সোচ্চার রয়েছি। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়