প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৪:১৭
হাজীগঞ্জে ১৪৭ গাড়ি চেক করেছে যৌথবাহিনী

হাজীগঞ্জ আর্মি ক্যাম্পসহ যৌথবাহিনী ১৪৭ টি মোটরচালিত গাড়ি চেক করেছে। এতে মোট ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।
হাজীগঞ্জ-রামগঞ্জ- নোয়াখালী আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা বিশ্বরোডে শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে ১৪৭টি গাড়ি চেক করে ১১টি মোটরসাইকেল জব্দ, ৮ টি মামলা মিলিয়ে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে অংশ নেন হাজীগঞ্জ সেনা ক্যাম্প, হাজীগঞ্জ ট্রাফিক পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর এ অভিযান চলমান থাকবে।