শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৯:৫৯

চাঁদপুর শহরে যৌথবাহিনীর অভিযান

৯১৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার ॥
৯১৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহর এলাকার বিষ্ণুদীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক মাদক কারবারি।

চাঁদপুর শহর এলাকার বিষ্ণুদীতে যৌথবাহিনীর অভিযানে ৯১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৫২০ টাকাসহ তালিকাভুক্ত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাঝি বাড়ি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. জসিম (৩৭)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নিকট থেকে ৯১৫ পিস ইয়াবা এবং নগদ ২৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়