প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:৪০
মতলবে দিনমজুরকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা

মতলব দক্ষিণ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দিনমজুরকে নৃশংসভাবে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মোবাইল-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার ভূঁইয়া এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর জামান টিপুর বিরুদ্ধে।
|আরো খবর
এ ঘটনায় দিনমজুর কামাল সোমবার (৩০ জুন ২০২৫) ৫ জনকে বিবাদী করে চাঁদপুর সেনা ক্যাম্প ও মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাড়ৈগাঁওয়ে দিনমজুর কামালের গ্রামের নিজ বাড়ির উঠানে তাকে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
আরো জানা যায়, কামালের ভোগদখলীয় জমির বাঁশঝাড় থেকে অভিযুক্তরা প্রায় ২০টি বাঁশ কেটে নেয়। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা টিপুর ইন্ধনে বিএনপি নেতা আনোয়ার ভূঁইয়া কাঠের রোল দিয়ে কামালকে বেধড়ক মারধর করে এবং পরে এক পর্যায়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়।
এরপর ঘটনাস্থলে হাজির হয় টিপু, নবী হোসেন, দুলাল ও রানা। তারা সবাই মিলে কামালকে কিল, ঘুষি ও লাথি মারে। অভিযুক্ত দুলাল তার মোবাইল ফোন ও রানা তার পকেটে থাকা রড, সিমেন্ট ও টিন কেনার জন্যে সংরক্ষিত ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। কামালের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কামাল বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দিনমজুর কামাল বলেন, আমি দিনমজুর মানুষ। জমি নিয়ে মামলা চলতেছে। কিন্তু তারা প্রভাব খাটিয়ে আমার ওপর হামলা চালিয়েছে। এখন আমি চলাফেরা করতে পারছি না। আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা হুমকি দিয়েছে, মামলা করলে আমাকে গ্রাম ছাড়তে হবে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই। আনোয়ার ভূঁইয়া ও টিপুর অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ আছে, কেউ মুখ খুলতে সাহস পায় না। অভিযুক্ত আনোয়ার ভূঁইয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উক্ত ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। ঘটনাটি নিয়ে দু পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আনোয়ার ভূঁইয়া মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং সাইদুর জামান টিপু উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে এর আগেও স্থানীয়ভাবে একাধিক অভিযোগ রয়েছে, তবে রাজনৈতিক প্রভাবের কারণে ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পান না বলে অভিযোগ উঠেছে।